সর্বশেষ সংবাদ

প্রতিষ্ঠানের তথ্য

school এন,বি,বি,কে আল-মদিনা দাখিল মাদরাসাটি ৪টি গ্রামের সমম্নয়ে প্রতিষ্ঠিত। গ্রামাগুলো ১) নুনগোলা ২)বাঁধনডাংগা ৩) ব্রহ্মরাজপুর ৪) কালেরডাংগা। মরহুম আলহাজ্ব আমীরচাঁদ মন্ডল তদীয় পুত্র আলহাজ্ব আব্দুস শুকুর মন্ডল বাঁধনডাংগা গ্রামের শেখ সাশছুদ্দীন আহম্মেদ ও জনাব মোঃ ফেরাজতুল্ল্যা পন্ডিত সহ অত্র এলাকার বহু গন্যমান্য ব্যক্তির সার্বিক সহযোগীতায় ১৯৫৯ সালে অত্র মাদরাসাটি প্রতিষ্ঠত হয় ।  

সভাপতির বাণী

সভাপতির বাণী বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষের যুগ। আধুনিক বিশ্বের সকল ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি পালন করছে জাদুর কাঠির মতো বিস্ময়কর ভূমিকা। শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যেই বিশ্বব্যাপী বিরাট আলোড়নেরসৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এদেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার ব্যাপারে ব্যাপক কর্মসূচিব গ্রহণ করেছে।…

প্রতিষ্ঠান প্রধানের বাণী

প্রতিষ্ঠান প্রধানের বাণী মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া ঞ্জাপনান্তে এন,বি,বি,কে আল-মদিনা দাখিল মাদরাসাটি মরহুম শাহ সূফি আলহাজ্ব আমিরচাঁদ মন্ডল কর্তৃক প্রতিষ্ঠিত এবং এলাকাবাসীদের প্রানখোলা সাহায্য ও সহযোগীতায় প্রচালিত এই ঐতীহ্যবাহী প্রতিষ্ঠানটি। এর সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে দিক-বিদিক। প্রানপ্রিয় এলাকাবাসির সার্বিক সহযোগীতায় এবং বর্তমান ম্যানেজিং কমিটির ১১ জন সদস্যের সুদক্ষ্য পরিচালনায় ১৬ জন শিক্ষক এবং ৩ জন কর্মচারী সহ মোট ১৯ জন ষ্টাফের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের…

 গ্যালারি